নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: আগামী ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত ঝাড়গ্রাম শহরের ঐতিহ্যমন্ডিত কুমুদ কুমারী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য কুমুদ কুমারী বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের পক্ষ থেকে শনিবার ঝাড়গ্রাম শহরে বাইক রেলির আয়োজন করা হয়। ওই বাইক রেলিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র, যারা সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়ে কাজ করছেন। যাদের মধ্যে ছিলেন অধ্যাপক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক ও স্বনামধন্য ব্যবসায়ীরা। যারা নিজেরাই ওই বিদ্যালয় থেকে পড়াশোনা করে ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সঙ্গে বর্তমান ছাত্ররাও বাইক রেলিতে সামিল হয়েছিলেন। ঝাড়গ্রাম কুমুদ কুমারী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাইক রেলির সূচনা করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত। বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাইক রেলি শুরু হয়। বাইক রেলি গোটা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। কুমুদ কুমারী বিদ্যালয়ের শতবর্ষে উপলক্ষে ঝাড়গ্রাম শহরবাসীকে ওই বাইক রেলির মাধ্যমে অভিনন্দন জানানো হয়।