নিজস্ব সংবাদদাতাঃ অনেক দিন পর পরিচিত ফর্মে দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে। ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার হয়ে ধারাবাহিক ভালো খেলেছিলেন তিনি। ইভানের আগমনে তাই খুশি হয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এতদিন ফর্ম খুঁজে পাচ্ছিলেন না তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয়ের সন্ধ্যায় অন্যতম বড় ভূমিকা পালন করেছেন ইভান গঞ্জালেস। প্রতিপক্ষের বাঘা বাঘা ফুটবলারদের সেই অর্থে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি তিনি।