দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ৫০টির বেশি দেশ: ইউএনডিপি–প্রধান

author-image
Harmeet
New Update
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ৫০টির বেশি দেশ: ইউএনডিপি–প্রধান

নিজস্ব সংবাদদাতাঃ ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে আছে বিশ্বের অর্ধশতাধিক দরিদ্র উন্নয়নশীল দেশ। ধনী দেশগুলো জরুরি সহায়তায় এগিয়ে না এলে এসব দেশ কার্যত দেউলিয়া হওয়ার পথে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আচিম স্টেইনার এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। মিসরে জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ ২৭ সম্মেলনে তিনি বলেন, 'মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বর্ধিত সুদহার এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে একাধিক দেশ খেলাপি হওয়ার ঝুঁকিতে আছে। এতে এসব দেশের জনগণের ওপর বিপর্যয়কর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।' জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন সংস্থার প্রধান বলেন, ‘বর্তমানে আমাদের তালিকায় খেলাপি হওয়ার ঝুঁকিতে ৫৪টি দেশ রয়েছে। যদি সুদের হার আরও বেড়ে যায়, ঋণ নিতে বেশি অর্থ ব্যয় করতে হয়, বিদ্যুৎ ও খাদ্যের দাম বৃদ্ধি পায়, তবে অনিবার্যভাবে কিছু দেশ ঋণ পরিশোধ করতে পারবেই না।’ তিনি বলেন, "এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে। যে কোনো ধরনের খেলাপি হওয়াটা জলবায়ু–সংকট সমাধানে আরও জটিলতার জন্ম দেবে। এটি নিশ্চিতভাবে জলবায়ু মোকাবিলায় গৃহীত পদক্ষেপের সহায়ক হবে না।"