নিজস্ব সংবাদদাতা: কানাডার অর্থমন্ত্রী মেলানি জোলির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন জয়শঙ্কর। সেখানেই মেলানি জোলির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাদের মধ্যে ইউক্রেন সংঘাত, ইন্দো-প্যাসিফিক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সম্প্রদায় ভিত্তিক কল্যাণ নিয়ে আলোচনা হয়েছে।