সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ 'শিলিগুড়ির মহকুমাশাসক ঠুঁটো জগন্নাথ।' ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারক লিপি দিতে এসে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'প্রশাসনকে শিলিগুড়িতে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রেখেছে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ও সদস্যরা। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন বস্তি এলাকা গুলিতে ভ্যাক্সিনের কোনো ব্যবস্থা করা হয়নি।'