খেরসনে ২৪ ঘণ্টায় ৭ গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

author-image
Harmeet
New Update
খেরসনে ২৪ ঘণ্টায় ৭ গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল ছেড়ে গেছে রুশ বাহিনী। খেরসন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টায় সাতটি সেতু ধ্বংস অবস্থায় পাওয়া গেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত দুটির মধ্যে একটি রেল সেতু। এটি কাখোভকাতে বাঁধের ওপরে অবস্থিত। খেরসন শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্তোনিভস্কি সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই। কিন্তু এখন এখন পুরোপুরি বিধ্বস্ত। আর পাশের রেল সেতুটিরও একই পরিস্থিতি। খেরসনের দবিবকাতে ইনহুলসেটস নদী পার হওয়া আরেকটি সেতু বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ওই সেতু ধরে রুশ বাহিনীর প্রবেশ চোখে পড়ার মতো ছিল। কাখোভকা বাঁধের পূর্বে অবস্থিত দুটি ব্রিজ ধ্বংস করা হয়েছে। কিন্তু খেরসনের গুরুত্বপূর্ণ এসব ব্রিজ ধ্বংসের পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়। ইউক্রেনে ও রাশিয়ার পক্ষ থেকে এনিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।