নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর নেতারা মিয়ানমারকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, শান্তি পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। তা না হলে জোটের বৈঠক থেকে মিয়ানমারকে বাদ দেওয়া হবে। শুক্রবার নম পেন-এ জোটটির সম্মেলনে এই হুঁশিয়ারি জানানো হয়।ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি বলেছেন, শুক্রবারের বক্তব্য মিয়ানমার জান্তার প্রতি একটি কঠোর বার্তা বা এমনকি সতর্ক বার্তা দেবে।