জলবায়ু সুরক্ষায় একযোগে এগিয়ে আসুন: বাইডেন

author-image
Harmeet
New Update
জলবায়ু সুরক্ষায় একযোগে এগিয়ে আসুন: বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধকল্পে তাঁর দেশ কার্বন নিঃসরণ কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে সচেষ্ট রয়েছে। সেই সঙ্গে তিনি সকল দেশকে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনার লক্ষ্য পূরণের জন্য নিজ নিজ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও একযোগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মিসরের শার্ম-আল শেখে বসেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ–২৭। এই আয়োজনে বক্তব্য দিতে গিয়ে বাইডেন বলেন, 'যুক্তরাষ্ট্রে সবুজ অর্থনীতি চালু করতে ৩৬ হাজার ৯০০ কোটি ডলারের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বকেই এই পরিবর্তনের পথে হাঁটতে হবে।' মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "জলবায়ু সংকট মানব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। সেই সঙ্গে এটা অর্থনৈতিক, পরিবেশগত ও জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি। তাই এই হুমকি মোকাবিলায়, কার্বন নিঃসরণ কমাতে সব দেশকে একযোগে এগিয়ে আসতে হবে।"