গণেশমূর্তির সামনে কী রাখলে ঘুরবে ভাগ্য

author-image
Harmeet
New Update
গণেশমূর্তির সামনে কী রাখলে ঘুরবে ভাগ্য

নিজস্ব সংবাদদাতাঃ   সিদ্ধিদাতা গণেশের পুজো করার উপযুক্ত দিন হল বুধবার। মনে করা হয় সারা জীবন শ্রী গণেশের আশির্বাদ পেতে বিশেষ কিছু নিয়ম রয়েছে, তা পালন করতে হবে। সঠিক নিয়ম অনুসারে যদি এই নিয়ম পালন করা যায়, তা হলে শ্রী গণেশের কৃপা লাভ করা যায়। 

সিদ্ধিদাতা গণেশের সামনে ২১টা লাড্ডু দিয়ে পুজো দিতে হবে, এবং সেই প্রসাদ বাচ্চাদের হাতে দিতে হবে।

 কিছুটা মুগ ডালের মধ্যে চিনি ও ঘি একসঙ্গে মিশিয়ে গরুকে খাওয়ান।



সিদ্ধিদাতা গণেশের পুজোয় অবশ্যই লাল রঙের সিঁদুর এবং লাল ও হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে।

সিদ্ধিদাতা গণেশের পুজো করার সময় দুর্বা অর্পণ করতে হবে। প্রতি দিন সকালে স্নান সেরে দুর্বা অর্পণ করলে আর্থিক উন্নতি হতে খুব বেশি সময় লাগে না।