নিজস্ব সংবাদদাতাঃ চলতি মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এবার শুরু হতে চলেছে আই লিগ। রাত পোহালেই শুরু হয়ে যাবে কাউন্টডাউন। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গোকুলাম কেরালা এফসি এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। গোকুলাম গতবারের আই লিগ বিজেতা। মহামেডান অল্পে জন্য হাতছাড়া করেছিল খেতাব। এবারের আই লিগ শুরু হওয়ার আগে নিজেদের ফর্ম বজায় রাখার চেষ্টা করেছে সাদা কালো ব্রিগেড। আই লিগ সেরা হওয়ার অন্যতম দাবিদার কলকাতা অন্যতম এই প্রধান ক্লাব।