'মহাত্মা গান্ধীর ধারণায় আজকের অনেক চ্যালেঞ্জের উত্তর রয়েছে', বললেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
'মহাত্মা গান্ধীর ধারণায় আজকের অনেক চ্যালেঞ্জের উত্তর রয়েছে', বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : গান্ধীগ্রাম গ্রামীণ ইনস্টিটিউট, ডিন্ডিগুলের ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গীত শিল্পী ইলায়ারাজাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, রাজ্যপাল আরএন রবি ও অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাকার সময় প্রধানমন্ত্রী বলেন, 'গান্ধীবাদী মূল্যবোধ ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। সেটা সংঘাতের অবসান নিয়ে হোক বা জলবায়ু সংকট। মহাত্মা গান্ধীর ধারণায় আজকের অনেক চ্যালেঞ্জের উত্তর রয়েছে।গান্ধীগ্রামের উদ্বোধন করেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। গ্রামীণ উন্নয়নের বিষয়ে তাঁর ধারণার চেতনা এখানে দেখতে পাবেন।'