নিজস্ব সংবাদদাতাঃ চলতি টি২০ বিশ্বকাপের শুরু থেকে শাহিন আফ্রিদিকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ বেড়েছিল। যদিও ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাটা খুব একটা সুখকর ছিল না।
তবে দলের প্রয়োজনে সঠিক সময়ে জ্বলে উঠেছেন শাহিন। এই পেসার তার প্রথম দুই ম্যাচে উইকেটহীন ছিলেন। কিন্তু পরের চার ম্যাচে ১০ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে ছয় ম্যাচে ১৪.২০ গড়ে ১০ উইকেট এবং ৬.১৭-এর ইকোনমি রয়েছে তার।