কাঠ পাচারের আগেই বনদপ্তরের হাতে গ্রেফতার ৭

author-image
Harmeet
New Update
কাঠ পাচারের আগেই বনদপ্তরের হাতে গ্রেফতার ৭

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ মেঘালয় থেকে আসাম হয়ে শিলিগুড়ি হয়ে কলকাতার গাড়ি ভর্তি কাঠ পাচারের আগেই শিলিগুড়ির জলপাই মোড় থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সেগুন কাঠ।শিলিগুড়ির বৈকুন্ঠপুর রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় সাত জনকে। তার মধ্যে ২ জন কেন্দ্র সরকারের কর্মচারী বলে জানা যায়। উদ্ধার হওয়া সেগুন কাঠের মূল্য প্রায়  ২৫ লক্ষ টাকা।  কাঠ পাচারের ঘটনায় সরকারি কর্মীদের জড়িত থাকার ঘটনায় শোরগোল শহর জুড়ে।  ধৃতদের এদিন আদালতে পাঠানোর পাশাপাশি এই ঘটনায় আরো কোনো বড় চক্রের যোগ রয়েছে নাকি তাও খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বনদপ্তর।