রাহুল পাসোয়ান, আসানসোলঃ পানীয় জল ও বিদ্যুতের দাবিতে অনশন আন্দোলনে বসলেন ওয়াগেন কলোনির বাসিন্দারা৷ বুধবার সকালে বার্নপুরের বন্ধ কারখানা বার্নস্ট্যাণ্ডার্ডের গেটের সামনে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে তৃণমূলের সমর্থনে রিলে অনশন শুরু করে ওয়াগেন কলোনির বাসিন্দারা ৷ আবাসিকরা দাবি করেছেন, কারখানা বন্ধ হওয়ার পর থেকেই তাদের আবাসনগুলিতে পানীয় জল সরবরাহ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে সংস্থা ৷ অথচ কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের এখনো বকেয়া রয়েছে ৷ প্রাথমিক পর্যায়ে রাত্রি ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হলেও এখন তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি পানীয় জল সরবরাহও বন্ধ ৷ করোনা সংক্রমণের পরিস্থিতিতে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় তারা বিপাকে পড়েছেন ৷ এর আগেও তারা একাধিকবার অবস্থান বিক্ষোভ করেছেন ৷ কিন্তু কোনো সুরাহা হয়নি ৷ তাই বাধ্য হয়ে তারা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে রিলে অনশন শুরু করেছেন ৷ এদিন অনশনকারীদের পক্ষ থেকে পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক বলেন, 'কারখানা কর্তৃপক্ষ আবাসিকদের প্রতি দীর্ঘ কয়েকমাস ধরে অমানবিক আচরণ করছে ৷ এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ রেল বন্ধ করেছে ৷ যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তাদের জানা নেই ৷ এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে কারখানার আবাসনের আবাসিকদের জন্যে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্যে ৷'