নিজস্ব প্রতিনিধি, কাথিঃ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকে দুই সন্দেহ ভাজন যুবককে আটক করলো পুলিশ। এরা একটি গাড়িতে ও মোটর বাইকে চেপে শুভেন্দু অধিকারীর কনভয় ফলো করে শান্তিকুঞ্জের সামনে অবধি পৌঁছায় বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, আটক দুই যুবকের পরিচয় জানা যায়নি। গাড়ির ভেতরে কয়েকটি ফাইল ছিলো বলেও জানা গেছে। সূত্রের খবর, কনভয়ের পেছন পেছন এই গাড়ি ও বাইক দুটি এসে কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে দাঁড়ানোর পরে সিআরপিএফ জওয়ানেরা এদের আটকায়। তাদের জিজ্ঞাসাবাদে দুই যুবক কোনও উত্তর দিতে না পারায় কাঁথি থানায় খবর দেওয়া হয়। এর পরেই পুলিশ গিয়ে এদের আটক করে। সেই সাথে বাইক ও গাড়িটিও আটক করেছে। ধৃত দুই সন্দেহভাজন যুবককে পুলিশ মেডিকেলের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বা তার পরিবার কিংবা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।