স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি, তারপরেও টাকা চাওয়ার অভিযোগ

author-image
Harmeet
New Update
স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি, তারপরেও টাকা চাওয়ার অভিযোগ

হরি ঘোষ, দুর্গাপুরঃ স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি, তারপরেও টাকার দাবি। সিটি সেন্টারের অম্বুজা সংলগ্ন সাত্বিক বেসরকারি হাসপাতালের (SHATWIK HOSPITAL) বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার মহকুমা শাসকের দ্বারস্থ রোগীর পরিবার। চলতি মাসের ৪ তারিখ দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লট এলাকার বছর ৮৫-র মেনকা সেন জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে বলে ভর্তি নিয়েছিল মেনকা দেবীকে। কিন্তু ভর্তির সময় ওষুধ এবং বাড়তি চিকিৎসার জন্য দু দফায় ১৫ হাজার টাকা নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ মেনকা দেবীর পরিবারকে জানায় মেনকা দেবী সুস্থ। এবং চিকিৎসার খরচ বাবদ ৬৫ হাজার টাকা দিয়ে রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার কথা জানানো হয় হাসপাতালের তরফে। রোগীর পরিবার-পরিজনেরা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তির পরেও কেন তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। 


মেনকা দেবীর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ এবং চিকিৎসা বাবদ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও ৬৫ হাজার টাকা দিতে হবে বলে জানায়। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার কথা উল্লেখ থাকলেও পরে টাকা চাওয়ার জন্য হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে। এই ঘটনায় এখন মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন।