নিজস্ব সংবাদদাতাঃ কলেরার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে। কলেরায় ২১৪ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একে গত এক দশকের মধ্যে সবেচেয়ে খারাপ প্রার্দুভাব উল্লেখ করা হয়েছে। গত মার্চ থেকে ৭ হাজার ৪৯৯ জন কলেরা কেস পাওয়া গেছে। গত ১০ বছরের মধ্যে দেশটির মধ্যে সবেচেয়ে বড় আঘাত বলেছে জাতিসংঘ।মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবারও ১৭৪ জন নতুন করে কলেরা রোগী শনাক্ত হয়েছে। মন্ত্রণালয়ের পরিচালক স্টর্ম কাবুলুজি বলেন, নতুন করে ঢেউ দেখা দিয়েছে। তবে অক্টোবরে অনেক বৃদ্ধির পর এখন কিছুটা কমেছে।