লালু প্রসাদ যাদবকে কিডনি দেবেন মেয়ে রোশনি

author-image
Harmeet
New Update
লালু প্রসাদ যাদবকে কিডনি দেবেন মেয়ে রোশনি

নিজস্ব সংবাদদাতা : অসুস্থ রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালু প্রসাদ যাদবকে কিডনি দেবেন তার মেয়ে রোশনি আচার্য। প্রবীণ রাজনীতিবিদ গত মাসে সিঙ্গাপুর থেকে ফিরে আসেন যেখানে তিনি তার কিডনির সমস্যার চিকিৎসার জন্য গিয়েছিলেন।

আরজেডি সভাপতি, একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ মেনেই নতুন কিডনি পেতে চলেছেন লালু।