সেনা প্রত্যাহার রুশ বাহিনীর ‘দুর্বলতা’: বাইডেন

author-image
Harmeet
New Update
সেনা প্রত্যাহার রুশ বাহিনীর ‘দুর্বলতা’: বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত খেরসন থেকে সেনা প্রত্যাহারকে রুশ সেনাবাহিনীর ‘প্রকৃত দুর্বলতা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, 'মস্কো যে চূড়ান্ত সমস্যার মুখোমুখি তা একেবারে স্পষ্ট।' বুধবার হঠাৎ করে রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান। এমন বাস্তবতায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'এই পদক্ষেপে প্রমাণ করে যে প্রকৃত অর্থে সমস্যার মধ্যে রাশিয়া এবং তাদের সামরিক বাহিনী।'