নিজস্ব প্রতিনিধি, কেশিয়াড়িঃ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় আম আদমি পার্টির পোস্টার লাগাতে দেখা গেল কর্মীদের। পঞ্চায়েত নির্বাচনের আগে কেশিয়াড়িতে আপ-এর আগমনে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি তথা আপ কি লড়াই করবে ? উঠছে প্রশ্ন। কেশিয়াড়িতে তৃণমূল দ্বিধাবিভক্ত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এখানে দাঁত ফুটিয়েছিল। তবে শেষ পর্যন্ত হালে পানি পায়নি। আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজেদের কি ফের সামনে আনতে পারবে ? কে শক্তি বাড়াবে বিজেপি নাকি তৃণমূল। নাকি কেশিয়াড়িতে নতুন আম আদমি পার্টি। আপ দলের সদস্যরা জানাচ্ছেন কেশিয়াড়িতে সংগঠন বৃদ্ধি করতেই প্রাথমিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি সদস্য সংখ্যা বা সংগঠন বাড়ে তবে তারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে প্রস্তুত। তাদের পোস্টারে লেখা আছে সদস্য পদ গ্রহণের বৃত্তান্ত। বিজেপির মত দুর্নীতি সাফ করার স্লোগান নিয়ে আপের উদ্ভব হলো অন্যান্য জায়গার পাশাপাশি কেশিয়াড়িতেও। যা নিয়ে এখনই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
এবার আম আদমি পার্টির পোস্টার দেখা গেল কেশিয়াড়িতে
New Update