নিজস্ব সংবাদদাতাঃ প্রতিক্ষার অবসান। এ বছরের অন্যতম প্রতীক্ষিত ওয়েব সিরিজ "মানি হাইস্ট"-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেল। যাতে দেখা যাচ্ছে, প্রফেসর অ্যালিসিয়ার হাত থেকে পালানোর চেষ্টা করছেন। "মানি হাইস্ট"-এর এটা পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভলিউমে মুক্তি পাবে। এর মধ্যে প্রথম ভলিউমটি মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভলিউমের প্রিমিয়ার ৩ ডিসেম্বর।