আঙ্গারনালি এলাকার বোম্বিং এরিয়া থেকে উদ্ধার ছ'ফুট লম্বা অজগর সাপ

author-image
Harmeet
New Update
আঙ্গারনালি এলাকার বোম্বিং এরিয়া থেকে উদ্ধার ছ'ফুট লম্বা অজগর সাপ



নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সাঁকরাইল ব্লকের আঙ্গারনালি এলাকার বোম্বিং এরিয়ায় পাওয়া গেল ছ'ফুট লম্বা অজগর সাপ। বুধবার এই অজগর সাপটিকে প্রথম দেখতে পায় বায়ুসেনার কর্মীরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আঙ্গারনালির এই এলাকাটি কলাইকুন্ডা বায়ু সেনার প্রশিক্ষণরত বৈমানিকদের বোমা ফেলার জায়গা। বায়ু সেনার কর্মীরা অজগরটিকে দেখার পর বিষয়টি বন দফতরকে জানায়। 



খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। ঘটনাস্থল থেকে প্রায় ছয় ফুট লম্বা ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তাঁদের কলাইকুন্ডা রেঞ্জে। কিভাবে কোথায় থেকে ওই ময়াল সাপটি এলো তা খতিয়ে দেখছে বন দফতর। ঘটনায় বায়ু সেনার কর্মীরা চিন্তিত।