New Update
হরি ঘোষ, দুর্গাপুর : কলকাতার পাশাপাশি রাজ্যজুড়েও মাথা চাড়া দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি এলাকায় চারজনের ডেঙ্গি ধরা পড়তেই দুর্গাপুর নগর নিগমের তৎপরতা। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা যায়, দুর্গাপুর পুর এলাকায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫২ জন।
রাজ্যজুড়ে সাফাইয়ের অভাবে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অভিযোগ তুলছে বিরোধীরা। বিরোধীরা অভিযোগ তুলছে যে ডেঙ্গি ধরা পড়ার আগে কেন ব্যবস্থা নিচ্ছে না দুর্গাপুর নগর নিগম? কেনোই বা আগে থেকে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করছে না। অন্যদিকে, দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ ব্যানার্জি দাবি করেন দুর্গাপুরের অধিকাংশ জায়গায় পরিষ্কার করার। নিয়মিত সাফায় অভিযান করা হয় বলেও দাবি করেন।
india
bengal
Durgapur
news
dengue
anmnews
bengalinews
latestnews
breakingnews
westburdwan
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
bidyapati