নিজস্ব সংবাদদাতা : লোকসভার স্পিকার ওম বিড়লা বুধবার বলেছেন যে তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহার (আরটিআই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনা অনুসারে একটি উন্নত এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে সাহায্য করবে।
সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (সিআইসি) এর ১৫তম বার্ষিক কনভেনশনের উদ্বোধন করে স্পিকার বলেন, আরটিআই আইনের মূল লক্ষ্য হল নাগরিকদের ক্ষমতায়ন করা, স্বচ্ছতা আনয়ন করা, সিস্টেমকে দুর্নীতি থেকে মুক্তি দেওয়া এবং প্রকৃত অর্থে দেশের মানুষের কাছে গণতন্ত্র নিয়ে যাওয়া।