সারের কালো বাজারি বন্ধ করতে কৃষকদের অবরোধ - ডেপুটেশন

author-image
Harmeet
New Update
সারের কালো বাজারি বন্ধ করতে কৃষকদের অবরোধ - ডেপুটেশন

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে। চড়া দামে সার কিনতে নাভিশ্বাস উঠছে কৃষকদের। সারের কালো বাজারি বন্ধ করতে ঘাটালে পোস্টার হাতে কৃষকদের অবরোধ ডেপুটেশন।


 কৃষকদের স্বার্থে সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের রাসায়নিক সার সরবরাহ করে বলে অভিযোগ। সেই ভর্তুকি দেওয়ার সার কিনতে হচ্ছে চড়া দামে, এই অভিযোগ তুলেই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল কলেজমোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন কৃষকেরা। কৃষকদের দাবি, সারের কালোবাজারি হচ্ছে তা দেখেও চুপ রয়েছে প্রশাসন আর এর খেসারত দিতে হচ্ছে কৃষকদের। সারের বস্তায় প্রিন্ট রেট এর চেয়ে ৬০০ থেকে ৮০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। বর্তমানে জমিতে আলু লাগানোর কাজ শুরু হয়েছে। আর এই আলু লাগাতে প্রচুর পরিমাণ রাসায়নিক সারের ব্যবহার করেন কৃষকেরা। কৃষকদের দাবি, বর্তমানে বীজ ও সার কিনতে সমস্যায় পড়ছেন তারা। কিছুক্ষণ অবরোধের পর পুলিশ এসে রাস্তা থেকে সরিয়ে দেয় আন্দোলনরত কৃষকদের, কৃষকেরা পোস্টার হাতে পৌঁছে যায় ঘাটাল সহ কৃষি আধিকারিকের অফিসে। কৃষি আধিকারিক এর অফিসে পৌঁছে তারা একটি লিখিত অভিযোগ জমা দেন। এখন দেখার কৃষকদের অভিযোগ পেয়ে প্রশাসন কী ব্যবস্থা নেয়।