নিজস্ব সংবাদদাতা : আম আদমি পার্টির গুজরাট ইউনিটের সভাপতি গোপাল ইতালিয়া সুরাট জেলার কাতারগাম থেকে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বুধবার রাজনীতিতে যুবদের অংশগ্রহণের উপর জোর দেওয়ার সময় এমনটাই বলেছেন।
কেজরির টুইট সূত্রে জানা গিয়েছে, গুজরাটে আপ-এর সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়া সুরাটের করঞ্জ বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপের জাতীয় আহ্বায়ক টুইট বার্তায় জানিয়েছেন,"রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। গুজরাটে, আমাদের রাজ্য সভাপতি এবং জনপ্রিয় যুবক গোপাল ইতালিয়া সুরাটের কাতারগাম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাজ্য সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়া করঞ্জ বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি উভয়ের জন্যই শুভকামনা জানাই।''