ভুল করাটাও একটা অধিকার: মমতা

author-image
Harmeet
New Update
ভুল করাটাও একটা অধিকার: মমতা


নিজস্ব সংবাদদাতাঃ বুধবার কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য পেশ করেন মমতা। পঞ্চায়েত ভোটের আবহে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে যে যথেষ্ট দল অস্বস্তিতে রয়েছে তা বলাই বাহুল্য। এদিকে এই নিয়ে নাম না করে পার্থ-অনুব্রত প্রসঙ্গে তিনি বলেন, 'একজন ভুল করলে সবাই ভুল করে না। ৫ ছেলে একরকম হয় না। এত লোভ কীসের। ভুল করাটাও একটা অধিকার। কিন্তু সেই ভুলটা সংশোধন করতে হবে। যদিও সবথেকে বেশি টাকা তোলে বিজেপি। আর এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে।'