অগ্নিকাণ্ড থকে রক্ষা পেল রাস মেলার অনুষ্ঠান মঞ্চ

author-image
Harmeet
New Update
অগ্নিকাণ্ড থকে রক্ষা পেল রাস মেলার অনুষ্ঠান মঞ্চ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ঐতিহ্যবাহী ময়নাগড়ের রাস মেলার অনুষ্ঠান মঞ্চ। প্রসঙ্গত, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ময়নাগড়ের রাস মেলার শুভ উদ্বোধন করলেন প্রাক্তনমন্ত্রী ডাক্তার সৌমেন মহাপাত্র। আর ভোররাতেই এই ভয়াবহ আগুন কাণ্ড। প্রসঙ্গত, ময়নাগড়ের শ্যামসুন্দর জিউ প্রত্যেকদিন ভোররাতে ময়নাগড় থেকে রাস মঞ্চে আলোর রোশনাই এবং আতশবাজি সহযোগে ময়নার রাসমঞ্চে আসে আর ভোররাতেই সেই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল হাজার হাজার দর্শণার্থী। 



সূত্রের খবর, ময়নাগড়ের রাসমেলার অনুষ্ঠান মঞ্চের ঠিক পিছনে এক ধরনের প্রয়োজনীয় গাছের চাষ ছিল। যা অনেকটা আগুন দাহ্য। কোন কারণবশত আগুন গিয়ে ওই স্থানে পড়লে এই বৃহৎ অগ্নিকাণ্ড ঘটে। তবে অনুষ্ঠান মঞ্চকে আগুনের হাত থেকে রক্ষা করল রাস মেলা কমিটির সদস্য এবং দর্শনার্থী। সবাই হাতে হাত লাগিয়ে জল দিয়ে এই আগুনকে নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে এত বড় মেলা হচ্ছে প্রচুর সিকিউরিটি রয়েছে, রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা, সেখানে দমকলের কি থাকা উচিত ছিল না, এই প্রশ্নই উঁকি মারছে। মেলা কমিটির তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদি এর থেকে বড় কিছু ঘটে যেত তাহলে এর জন্য দায়ী কে থাকতো? হাজার হাজার মানুষ এই ঠাকুর বেরোনো দেখার জন্য উপস্থিত হয়েছিল। যদি তাদেরও ক্ষতি হতো তাহলে তার দায় ভার কে নিত ? এমনই সব প্রশ্ন উঠছে।