নিজস্ব সংবাদদাতাঃ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দুই দিনের রাশিয়া সফর শেষে বুধবার দিল্লিতে পৌঁছান, যেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করেন এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সাথে আলোচনা করেন।
এর আগে মঙ্গলবার জয়শঙ্কর ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ মস্কোতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে জয়শঙ্কর বলেন, 'তিনি রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেছেন, যেখানে ইউক্রেন সংঘাতই ছিল প্রধান বৈশিষ্ট্য।' ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান তুলে ধরে জয়শঙ্কর বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, এটা যুদ্ধের যুগ নয়। বৈশ্বিক অর্থনীতি কোথাও গুরুত্বপূর্ণ সংঘাতের জন্য খুব বেশি নির্ভরশীল, অন্য কোথাও বড় পরিণতি হবে না।'