নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় রাজধানীর স্থানীয়রা যারা বুধবার ভোরে শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করেছিলেন, তারা তাদের যে ধাক্কার মুখোমুখি হয়েছিলেন তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। নেপালে এর কেন্দ্রস্থল এবং রিখটার স্কেলে ৬.৩ মাত্রার কম্পনটি জাতীয় রাজধানী এবং আশেপাশের এলাকায় রাত ১ টা ৫৭ মিনিটের দিকে অনুভূত হয়। নয়াদিল্লি রেল স্টেশনের এক যাত্রী বলেন, "আমরা যখন একটি অটো থেকে নামছিলাম, তখন কম্পন অনুভূত হয়। অটো চালকও ভয় পেয়ে যান এবং আমি যখন চারিদিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম অন্যরাও এটি অনুভব করছে। এর পরপরই তা বন্ধ হয়ে যায়'। রেল স্টেশনে অপেক্ষারত আর এক যাত্রী বলেন, 'কম্পন টের পেয়েছি। আমি আমার চারপাশের লোকজনকে বলেছি'।