New Update
নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির হাতেই থাকবে না কি বিরোধী দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে যাবে– সে প্রশ্নের মীমাংসায় মঙ্গলবার ভোট দিচ্ছেন দেশটির নাগরিকেরা। মধ্যবর্তী এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে সেভাবে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
অপরদিকে বিরোধী শিবির রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্পও কয়েক দিন ধরে নির্বাচনে দলের জয় পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। তবে এই নির্বাচনের পুরো ফলাফল পেতে আরও কয়েক দিন বা কয়েক সপ্তাহ অপেক্ষা করা লাগতে পারে বলে নির্বাচন পর্যবেক্ষকেরা ধারণা করছেন। প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়। এই নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ বা ৩৫টি আসনে ভোট হচ্ছে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে লড়াই হবে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের বাড়তি পাঁচটি আসনে জয়ী হতে হবে। আর সিনেটে একটি আসন বেশি পেলেই তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। দল নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক এবং বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে, প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টিকে হটিয়ে রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। অপর দিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
america
congress
United States.
latest news
Daily News
bengali news
Democratic Party
republican
us people
trending news
midterm election
us midterm