নিজস্ব সংবাদদাতাঃ জলবায়ু সংকট মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩০ সাল নাগাদ প্রতিবছর প্রায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলার করে প্রয়োজন পড়বে। মিসরের শার্ম আল-শেখে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৭) এ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মিসরের সরকার যৌথভাবে এ গবেষণা করেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে দরিদ্র দেশগুলোকে দূরে রাখার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও স্বল্প কার্বন নিঃসরণকারী প্রযুক্তি বিনিয়োগ ও চরম আবহাওয়ার প্রভাব থেকে সুরক্ষায় এই অর্থ প্রয়োজন পড়বে। ধনী নির্গমনকারী ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি ‘ঐতিহাসিক’ চুক্তির আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। যে চুক্তিতে নির্গমন থামানোর বিষয়ে দেশগুলোর জোরালো অঙ্গীকার থাকবে। বর্তমান প্রবণতা চলতে থাকলে চলতি দশকের শেষ নাগাদ কার্বনদূষণ ১০ শতাংশ বাড়তে পারে। ভূপৃষ্ঠের তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।