জম্মু ও কাশ্মীরের ডোডায় চেনাব নদীতে গাড়ি ডুবে চারজনের মৃত্যুর আশঙ্কা

author-image
Harmeet
New Update
জম্মু ও কাশ্মীরের ডোডায় চেনাব নদীতে গাড়ি ডুবে চারজনের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার শিবনোট-কারারে আজ সন্ধ্যায় একটি গাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে চেনাব নদীতে পড়ে যাওয়ার পরে চারজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, সাদা রঙের যে গাড়িতে করে চার জন যাত্রী ছিলেন, সেটি ডোডা থেকে প্রেম নগর হয়ে কিশতোয়ারের দিকে যাচ্ছিল। এসডিএম আতাহার আমিন জারগার বলেন, "কারারায় পুলিশের নাকা চেকিংয়ের রিপোর্ট অনুযায়ী, চালক গাড়িটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি বাটোটে - কিস্তওয়ার জাতীয় মহাসড়কে পিছলে যায় এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চেনাব নদীতে পড়ে যায়।" তিনি আরও বলেন, 'খবর পাওয়ার পরপরই থাথরি থানার একটি পুলিশ দল সক্রিয় হয়ে ওঠে এবং শিবনোটে দুর্ঘটনাস্থলের কাছে অবস্থানরত স্থানীয় স্বেচ্ছাসেবক ও জেকে অ্যাডভেঞ্চারের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।' সূত্রে খবর, অন্ধকারের কারণে, গাড়িটি বা চারজনের মধ্যে কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।