৩৫৩ বছরের প্রাচীন রাস উৎসব শুরু দাসপুরের নিমতলায়

author-image
Harmeet
New Update
৩৫৩ বছরের প্রাচীন রাস উৎসব শুরু দাসপুরের নিমতলায়

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিমতলায় ৩৫৩ বছরের পুরনো রাস উৎসব শুরু হয়েছে। জানা যায় সাত দিন ধরে চলে এই রাস উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলার মধ্য দিয়ে চলে এই রাস উৎসব। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী উৎসবে ভিড় জমায়। শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয় অন্যান্য জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও দর্শনার্থী আসে ঘাটাল মহকুমার সবথেকে পুরোনো রাস উৎসবে। 


উৎসব কমিটির সভাপতি অলক কুমার গুই বলেন, "আজ থেকে ৩৫৩ বছর আগে পরশুরাম ব্রজবাসী বৃন্দাবন থেকে পুরী যাওয়ার পথে নিমতলার এই স্থানে বকুল গাছের তলায় তার প্রভুকে রেখে বিশ্রাম নেয়। সেই সময় গ্রামবাসীরা দেখতে পায় যে পরশুরাম ব্রজবাসী গাছের ছায়ায় বসে আছে এবং তার প্রভুর মুখে রোদ লাগছে। তিনি তখন গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন প্রভুর যদি রোদ লাগে কষ্ট হয় তবে সে নিজে নিজেই ঘুরে বসবেন আর তখনই হঠাৎ গ্রামবাসীরা দেখতে পায় প্রভু গোপাল জিউ নিজে নিজেই সূর্যের রোদ থেকে গাছের ছায়ার দিকে ঘুরে বসেন। সেই প্রভু গোপাল জিউ-কে উদ্দেশ্য করেই দাসপুরের নিমতলায় এই মন্দির। প্রভু গোপালের নামে মন্দিরের নাম রাখা হয়েছে গোপাল গোবিন্দ জিউ মন্দির। সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান চলে মন্দিরে, রাস উৎসব এই মন্দিরের সর্বশ্রেষ্ঠ উৎসব। রাস উৎসবে বহু দর্শনার্থীদের সমাগম দেখতে পাওয়ায় খুশি নিমতলা গ্রামবাসী থেকে শুরু করে ঘাটালবাসী।"