নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশের আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে বড় ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার হিমাচল প্রদেশের মান্ডিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, 'সদ্যোজাত শিশু ও তাদের মায়েদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার মাতৃত্বকালীন নগদ প্রণোদনা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করেছে।'