নিজস্ব সংবাদদাতা: পর্যটকদের জন্য কলকাতায় শুরু হচ্ছে ‘হো হো’ বাস পরিষেবা। সরকারি উদ্যোগে এমন বাস পরিষেবা কলকাতায় নতুন। এই প্রকল্পে দিনে এক বার টিকিট কেটেই ঘোরা যাবে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান। নতুন এই বাস পরিষেবার পোশাকি নাম হল ‘হপ অফ্ হপ অন’। একেই সংক্ষেপে ‘হো হো’ বাস পরিষেবা বলে ডাকা হচ্ছে। এই পরিষেবায় পর্যটকরা ২৫০ টাকা দিয়ে টিকিট কেটে সারা দিন কলকাতা ভ্রমণ করতে পারবেন।