নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল বিশ্বকাপে এবার ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাবে মহিলা রেফারিদের। জানা গিয়েছে, তিনজন মহিলা রেফারির কাঁধে দায়িত্ব বর্তাবে। ফুটবলারদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে ইয়ামাসিতা ইয়োশিমি ,সালিমা মুকানসাঙ্গা এবং স্টেফানি ফ্রেপপার্টকে। ৩৬ জন রেফারির মধ্যে এই তিন মহিলা রেফারিকে দেখা যাবে আসন্ন কাতার বিশ্বকাপে।