নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধের আবহেই দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত-রাশিয়ার পারস্পরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, 'রাশিয়ার সঙ্গে আমাদের যথেষ্ট ও সময়-পরীক্ষিত সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্কটি প্রসারিত করার এবং এটিকে আরও টেকসই করার উপায়গুলি খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা এমন সব বিষয় নিয়ে আলোচনা করেছি, যেখানে উভয় দেশের মধ্যে স্বাভাবিক স্বার্থ রয়েছে।'
We have substantial and time-tested relations with Russia. We have been trying to find ways to expand this relationship & make it more durable. We discussed areas where there are natural interests between both countries: EAM S Jaishankar during a press briefing pic.twitter.com/MHsxvPX0E2
— ANI (@ANI) November 8, 2022