নিজস্ব সংবাদদাতা: পার্থ নন, SSC নবম-দশম নিয়োগ কেলেঙ্কারির মূল হোতা সুবীরেশ ভট্টাচার্য। চার্জশিট পেশ করে এমনই জানিয়েছে সিবিআই। চার্জশিটে সিবিআই জানিয়েছে, করোনার লকডাউনের সময় SSC-র দফতর ছিল প্রায় ফাঁকা। SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার ছুটিতে ছিলেন। সেই সুযোগে আচার্য সদনেই ছাপা হয়েছিল জাল সুপারিশপত্র। সিবিআই আরও জানিয়েছে, ২০১৬ সালের নবম-দশম নিয়োগ প্রক্রিয়া দেখভালের দায়িত্বে ছিলেন সুবীরেশ। সেই সুযোগে আচার্য সদনে ঢোকেন তিনি। যে সংস্থার ওপর ওএমআর শিট স্ক্যান করার দায়িত্ব ছিল তারা পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার নম্বরসহ সিডি দিয়েছিল সুবীরেশকে। সেই সিডি কখনও ওয়েবসাইটে আপলোডই হয়নি। তদন্তে সিবিআই আজও সেই সিডি খুঁজে পায়নি। পরীক্ষা ইতিহাসের প্রশ্নপত্রে ভুল ছিল। সেই প্রশ্ন খতিয়ে দেখতে SSC-কে অনুরোধ করে পরীক্ষার্থীরা। সেই সংশোধিত প্রশ্নপত্রও ওয়েবসাইটে আপলোড করতে বাধা দেন সুবীরেশ।