নিজস্ব সংবাদদাতাঃ শিবনারায়ণ চন্দ্রপলকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে চন্দ্রপলের। ২১ বছর পর, বার্বাডোজে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে জিততে সাহায্য করার পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। গায়ানিজ এই ব্যাটসম্যান ১১৮৬৭ টেস্ট রান করেন। যার মধ্যে রয়েছে ৩০টি টেস্ট সেঞ্চুরি।