নিজস্ব সংবাদদাতাঃ রিজার্ভ থেকে ডাকা সেনাদের মধ্যে ৫০ হাজার ইউক্রেনে যুদ্ধে লড়াই করছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যে অভিযানের অংশ হিসাবে ডাকা ৫০ হাজার সংরক্ষিত সদস্য এখন ইউক্রেনে যুদ্ধে রয়েছে। পুতিনের নির্দেশের পর গত সেপ্টেম্বরে রিজার্ভ থেকে নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি শুরু করে রাশিয়া। পুতিনের ঘোষণার প্রতিবাদে তখন রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ এবং দেশ ছেড়ে চলে যান অনেক নাগরিক।