অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারিকে ভারতের হাতে প্রত্যর্পণ করবে ব্রিটেন

author-image
Harmeet
New Update
অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারিকে ভারতের হাতে প্রত্যর্পণ করবে ব্রিটেন

নিজস্ব সংবাদদাতাঃ বিতর্কিত অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারিকে ভারতের হাতে প্রত্যর্পণের ব্যাপারে অনুমতি দিল মার্কিন আদালত। অভিযোগ ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তির জন্য ৪০০ কোটি টাকা বিদেশি সংস্থার কাছে পেয়েছিলেন সঞ্জয়। তিনি বিদেশে গা ঢাকা দিয়েছিলেন। এবার ওই অস্ত্র ব্যবসায়ীকে ভারতে ফেরৎ আনা যাবে। দুবাইতে একাধিক সংস্থার সঙ্গে অবৈধ লেনদেন হয়েছিল বলে অভিযোগ। লন্ডনে ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে এই বিচার প্রক্রিয়া চলেছে। সঞ্জয় ভাণ্ডারি তার বৈদেশিক সম্পদের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেননি। ভারত সরকার ওই অস্ত্র ব্যবসায়ীর প্রত্যর্পণের ব্যাপারে আবেদন করেছিল। আর্থিক প্রতারণাতেও তিনি অভিযুক্ত। সিবিআই ও ইডির তরফে আর্থিক প্রতারণার মামলাও করা হয় সঞ্জয় ভান্ডারির বিরুদ্ধে। এদিকে তিনি ইংল্য়ান্ডে ছিলেন। তবে তাকে পলাতক বলে ঘোষণা করা হয়েছিল। এরপর ব্রিটিশ সরকারের কাছে সঞ্জয়কে প্রত্যর্পণের আবেদন করা হয়।