নিজস্ব সংবাদদাতাঃ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নাসামস এবং অ্যাস্পাইড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পেলো ইউক্রেন। অস্ত্রগুলো নরওয়ে, স্পেন এবং যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী। অস্ত্রগুলো চালানের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ জানান, আক্রমণকারী শত্রুদের লক্ষ্যবস্তুতে গুলি করতে থাকবো আমরা। আমাদের মিত্র নরওয়ে, স্পেন এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই। ইউক্রেনে পাঠানো নতুন সামরিক সহযোগিতার মূল লক্ষ্য দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে রাশিয়ার ভারী কামানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কিয়েভের শক্তি বৃদ্ধি করতে চায় বাইডেন প্রশাসন।