নিজস্ব সংবাদদাতাঃ হাসপাতাল থেকে বাসায় ফিরেই আবার আন্দোলনের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে। এরপর আজ সোমবার তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে তাদের অসমাপ্ত লংমার্চ আবার শুরু হবে। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোমবার বিকেলে জানান, বৃহস্পতিবার শুরু হচ্ছে লংমার্চ। যদিও সোমবারই লংমার্চের তারিখ তিনবার পরিবর্তন করল পিটিআই। প্রথমে দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, লংমার্চ শুরু হবে মঙ্গলবার। এরপর সেই তারিখ পরিবর্তন করে সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, "বুধবার বেলা দুইটায় এই লংমার্চ শুরু হবে।" কিন্তু সেই ঘোষণার ঘণ্টা না পেরোতেই শাহ মেহমুদ কুরেশি ঘোষণা দেন, লংমার্চ শুরু হবে বৃহস্পতিবার। তবে এবার লংমার্চে থাকছেন না ইমরান খান। তিনি বলেন, " এবার লংমার্চের নেতৃত্বে থাকবেন পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর ও ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি।"