নিজস্ব সংবাদদাতাঃ চীন সোমবার ব্রিটিশ বাণিজ্য নীতি মন্ত্রী গ্রেগ হ্যান্ডসকে তার তাইওয়ান সফর নিয়ে তিরস্কার করে বলেছে যে বেইজিং লন্ডন ও তাইওয়ান অঞ্চলের মধ্যে যে কোনও ধরণের আনুষ্ঠানিক যোগাযোগের দৃঢ়ভাবে বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, 'চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন কোনো দেশের তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি চীন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।' তিনি যুক্তরাজ্যকে চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, 'তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করুন এবং তাইওয়ানের স্বাধীন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে হারানো সংকেত দেওয়া বন্ধ করুন।' চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিকে (ডিপিপি) সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, 'আমরা ডিপিপি কর্তৃপক্ষের কাছে এটাও পরিষ্কার করে দিচ্ছি যে, বাহ্যিক সমর্থন প্রার্থনা করে স্বাধীনতা অর্জনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।'