নিজস্ব সংবাদদাতাঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলতান কুদারাত প্রদেশের তাকুরং সিটিতে এক বিস্ফোরণে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে বেশ কয়েকজন যাত্রী নিয়ে বিস্ফোরণটি ঘটে। গাড়িটি ইয়েলো বাস লাইনের মালিকানাধীন এবং উত্তর কোটাবাটো প্রদেশের কিদাপাওয়ান শহর থেকে এসেছিল। হামলার তদন্ত চলছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাকুরং-এ হামলার দায় স্বীকার করেনি।