নিজস্ব সংবাদদাতাঃ ইরানের হিজাব বিরোধী আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। এবার সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য রাস্তায় হিজাব পোড়ালেন ভারতীয় মুসলিম মহিলারাও। বার্তা দিলেন ইরানের প্রতিবাদীদের পাশে থাকার। কেরলে যুক্তিবাদী সঙ্গম নামে একটি সংগঠনের পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেই সেমিনারের একটি কর্মসূচি হিসেবে প্রকাশ্য রাস্তায় স্লোগান দিয়ে ইরানের মহিলাদের পাশে থাকার বার্তা দেন মুসলিম মহিলারা। ইরানের মতোই হিজাব রাস্তায় ফেলে পুড়িয়ে জানান প্রতিবাদ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়েছে। ওই কর্মসূচিতে অংশ নেওয়া ভারতীয় মুসলিম মহিলাদের অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।