নিজস্ব সংবাদদাতা : টেট পাশ করেও ৭ বছরে মেলেনি শংসাপত্র।২০১৭-র টেটের নম্বর প্রকাশের সম্ভাবনা আজই। আদালতের নির্দেশেই টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের।২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশিত হবে এই সপ্তাহেই।
পর্ষদ সভাপতি বলেন, 'আশা করব সিবিআই ম্যাজিক দেখাবে।' এদিকে, সিবিআইতেই আস্থা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।২০১৪-য় টেট উত্তীর্ণর চাকরীপ্রার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। তদন্তকারীদের সঙ্গে একান্তে কথা বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, 'সিবিআইয়ের ওপর আমার ভরসা আছে।বুঝতে পেরেছি কেন সময় লাগছে।'