নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন কাতার বিশ্বকাপে খেতাব জয়ের অন্যতম দাবিদার ফ্রান্স। দলে তারকা ফুটবলারের ছড়াছড়ি। তারই মধ্যে প্রথম একাদশে নিজের জায়গা নিশ্চিত করতে চাইছেন জুলস কুন্দে। প্রতিভাবান এই ফুটবলার একাধিকবার বিতর্কে জড়িয়েছেন, ভাবিয়েছে চোট সমস্যা। তবু তিনি বলেছেন, "বিশ্বকাপে আমি ফ্রান্সের প্রথম একাদশে থাকতে চাই। যদি কোচ মনে করেন যে আমাকে নিয়ে দলটি আরও ভাল খেলবে, তবে আমি খুব খুশি হবো।"