নিজস্ব সংবাদদাতাঃ টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্ট শুরু হতেই পরিচিত ফর্মে ভারতের প্রাক্তন অধিনায়ক। চলতি বিশ্বকাপে তিনিই এখন সবথেকে বেশি রান করা ব্যাটসনম্যান। ইতিমধ্যে ২৪৬ রান করেছেন বিরাট।
Virat Kohli has been back to his best in piling on the most runs at the #T20WorldCup 🚀